হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ সোমবার দুপুরের পর এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন নূরুল হক। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টর দিকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে বড় বাজার থেকে থানার দিকে আসতে থাকেন। এ সময় ঈদগাহের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। একপর্যায়ে পুলিশ পিছু হটলে আন্দোলনকারীরা থানায় হামলা করেন এবং থানায় আগুন ধরিয়ে দেন। বেলা সোয়া ২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গেছে। 

বানিয়াচং-আজমিরিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, আন্দোলনকারীরা অতর্কিতভাবে থানায় আগুন দেয়। এ বিষয়ে পরে বিস্তারিত বলা হবে।

হবিগঞ্জের সিভিল সার্জন নূরুল হক বলেন, গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের বয়স ১৮ থেকে ২০ বছর। অপরজন মধ্যবয়স্ক।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার