হোম > সারা দেশ > হবিগঞ্জ

প্রফেসর পরিচয়ে ফিজিওথেরাপিস্টের প্রতারণা, এক মাসের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

ফিজিওথেরাপিস্ট আব্দুর রহমান। ছবি: সংগৃহীত

প্রফেসর ও চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে ফিজিওথেরাপিস্ট আব্দুর রহমানকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুর রহমান মূলত একজন ফিজিওথেরাপিস্ট হলেও নিজেকে ‘প্রফেসর ডা. আব্দুর রহমান’ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের প্রেসক্রিপশন লিখে চিকিৎসা প্রদান করছিলেন।

এ বিষয়ে স্থানীয়দের মাঝে অসন্তোষ তৈরি হলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়।

অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা এবং প্রতারণার মাধ্যমে রোগীদের বিভ্রান্ত করা দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত