হোম > সারা দেশ > হবিগঞ্জ

আওয়ামী লীগ নিষিদ্ধে ইনিয়ে-বিনিয়ে কথা বলছে একটি দল: চরমোনাই পীর

হবিগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে একটি রাজনৈতিক দল সরাসরি অবস্থান না নিয়ে ইনিয়ে-বিনিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ বানাতে চায়, ইসলামি দলগুলো নয়; কারণ, তাদের মধ্যে ক্ষমতার পালাবদলের একধরনের সিন্ডিকেট রয়েছে। পাঁচ বছর করে তারা ক্ষমতা বদল করে লুটপাট চালিয়ে যেতে চায়।

আজ সোমবার (১২ মে) বিকেলে হবিগঞ্জ শহরের টাউন হল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব কথা বলেন। জেলা সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

মুফতি ফয়জুল করীম বলেন, ‘মানুষ এখন চোখ খুলে দিয়েছে। মার্কা দেখে ভোট দেওয়ার যুগ শেষ। ইসলামি দল ক্ষমতায় এলে দুর্নীতির কালো বিড়াল বের হয়ে পড়বে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, ভেবেছিলাম সমাজ বদলাবে। কিন্তু এখনো চলছে চাঁদাবাজি, দখলবাজি ও অশ্লীলতা।’

ফয়জুল করীম আরও বলেন, ‘আমরা দেশের জন্য রক্ত দিয়েছি। সেই সময় অনেকে এসি রুমে আরাম করছিলেন। এখন যদি মানুষের আবেগ ও জীবনের সঙ্গে খেলা করা হয়, তাহলে আবারও আন্দোলনের মাধ্যমে অন্যায় ভাসিয়ে দেব।’

সমাবেশে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, সম্পদ বাজেয়াপ্ত, নির্বাচনে অযোগ্য ঘোষণাসহ সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতির দাবি তুলে ধরা হয়। এ ছাড়া নারী সংস্কার কমিশন বাতিল ও হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিও জানানো হয়।

সভায় জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এবি পার্টিসহ বিভিন্ন ইসলামি দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার