হোম > সারা দেশ > হবিগঞ্জ

বাহুবলের ৭ ইউনিয়নে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ৫৩ 

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল উপজেলার সাত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৫৩ জন। এরই মধ্যে তাঁদের নামের তালিকা জেলায় পাঠায় উপজেলা আওয়ামী লীগ। ষষ্ঠ ধাপে এই উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে কাজ চলছে। 

উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ১ নম্বর স্নানঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে প্রাথমিক মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাতজন চেয়ারম্যান পদপ্রার্থী। তাঁরা হলেন—বর্তমান চেয়ারম্যান ফেরদৌস আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি মিয়া খান, সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, হারুন অর রশিদ, মনোরঞ্জন রায়, শশাঙ্ক দাশ ও প্রদীপ সূত্রধর। 

অন্যদিকে ২ নম্বর পুঁটিজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে প্রাথমিক মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৯ জন চেয়ারম্যান পদপ্রার্থী। তাঁরা হলেন—বর্তমান চেয়ারম্যান শামছুদ্দিন তারা, সাবেক চেয়ারম্যান মুদ্দত আলী, মো. আব্দুল্লাহ, শাহ মাজেদুর রহমান শিপু, শামীম আক্তার সিদ্দিকী, ফজলে এলাহী লুলু, মো. সাহাবুদ্দিন, সফিউল আলম চৌধুরী স্বপন ও খন্দকার হিরা মিয়া। 

৩ নম্বর সাতকাঁপন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে প্রাথমিক মনোনয়ন ফরম জমা দিয়েছেন আটজন প্রার্থী। তাঁরা হলেন—সাইকুল ইসলাম জমসের, নারায়ণ চন্দ্র পাল, শাহ আহমেদ আওলাদ, জালাল উদ্দিন, মো. আয়াত আলী, সৈয়দ এনামুল হক, সিরাজুল ইসলাম ও ফজলুল হক। 

৪ নম্বর বাহুবল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে প্রাথমিক মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাতজন প্রার্থী। তাঁরা হলেন—বর্তমান চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, আব্দুল মোছাব্বির শাহিন, অলিউর রহমান অলি, রিফাত ইসলাম মুরাদ, কামাল হোসেন চৌধুরী, মাহফুজ আলম চৌধুরী শাকিল ও আব্দুল গনি তালুকদার। 

৫ নম্বর লামাতাসি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে প্রাথমিক মনোনয়ন ফরম জমা দিয়েছেন পাঁচজন প্রার্থী। তাঁরা হলেন—বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, শফিকুল ইসলাম, মো. ফারুক মিয়া, সাইফুর রহমান জুয়েল ও মো. আবুল হাসিম। 

৬ নম্বর মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে প্রাথমিক মনোনয়ন ফরম জমা দিয়েছেন আটজন প্রার্থী। তাঁরা হলেন—বর্তমান চেয়ারম্যান মো. সাইফুদ্দিন লিয়াকত, মো. তারা মিয়া, আব্দুস সহিদ জিতু, মো. আসকার আলী, সৈয়দ আব্দুল গফফার, দেওয়ান নিয়াজ, আব্দুল মালেক মাদানী ও এ কে এম মিঠু আহমেদ কাদির। 

৭ নম্বর ভাদেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার লক্ষ্যে প্রাথমিক মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৯ জন। তাঁরা হলেন—বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান বশির, সাবেক চেয়ারম্যান মো. মত্তছির মিয়া, প্রভাষক আফতাব উদ্দিন, হুমায়ুন রশীদ জাবেদ, সামিউল ইসলাম, আব্দুল আউয়াল মিন্টু, আলাউর রহমান সাহেদ, রাসেল আহমেদ ও জুনায়েদ আহমেদ। 

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার