হোম > সারা দেশ > হবিগঞ্জ

বানিয়াচংয়ে প্রাইভেট কার খাদে পড়ে নিহত ১ 

প্রতিনিধি, বানিয়াচং (হবিগঞ্জ) 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাকন দাস (২১) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১ ঘটিকায় বানিয়াচং-হবিগঞ্জ রোডে ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া বাজারের উত্তরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ সঙ্গীয় ফোর্স এবং ফায়ার সার্ভিসের সহায়তায় প্রাইভেট কার থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। 

নিহত কাকন দাস (২১) সুনারু গ্রামের মতিলাল দাসের মেয়ে। এ ঘটনায় আহতরা হচ্ছেন মতি লাল দাস (৬৫), তাঁর স্ত্রী কামিনী দাস (৫৫) ও বৃন্দা দাস (২৩)। এর মধ্যে কামিনী দাসের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়।

জানা যায়, মতি লাল দাস সপরিবারে প্রাইভেট কারে মৌলভীবাজার থেকে গ্রামের বাড়ি ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের সুনারু গ্রামে আসছিলেন। এ সময় ব্রিজ থেকে নামতে গিয়ে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খবর পেয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে কাকনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া প্রাইভেট কারে থাকা একই পরিবারের আরও তিন সদস্য আহত হন। 

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই বানিয়াচং থানার পুলিশের সদস্য, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং জনগণের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। 

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার