হোম > সারা দেশ > হবিগঞ্জ

বানিয়াচংয়ে প্রাইভেট কার খাদে পড়ে নিহত ১ 

প্রতিনিধি, বানিয়াচং (হবিগঞ্জ) 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কাকন দাস (২১) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১ ঘটিকায় বানিয়াচং-হবিগঞ্জ রোডে ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া বাজারের উত্তরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ সঙ্গীয় ফোর্স এবং ফায়ার সার্ভিসের সহায়তায় প্রাইভেট কার থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। 

নিহত কাকন দাস (২১) সুনারু গ্রামের মতিলাল দাসের মেয়ে। এ ঘটনায় আহতরা হচ্ছেন মতি লাল দাস (৬৫), তাঁর স্ত্রী কামিনী দাস (৫৫) ও বৃন্দা দাস (২৩)। এর মধ্যে কামিনী দাসের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যায়।

জানা যায়, মতি লাল দাস সপরিবারে প্রাইভেট কারে মৌলভীবাজার থেকে গ্রামের বাড়ি ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের সুনারু গ্রামে আসছিলেন। এ সময় ব্রিজ থেকে নামতে গিয়ে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খবর পেয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে কাকনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া প্রাইভেট কারে থাকা একই পরিবারের আরও তিন সদস্য আহত হন। 

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই বানিয়াচং থানার পুলিশের সদস্য, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং জনগণের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। 

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত