হোম > সারা দেশ > হবিগঞ্জ

মাধবপুরে চোরাই গরু বোঝাই পিকআপভ্যান রেখে পালালেন দুর্বৃত্ত, তরুণ নিহত 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে স্থানীয় লোকজনের ধাওয়ায় চোরাই গরু বোঝাই পিকআপভ্যান রেখে পালিয়ে যান দুর্বৃত্তরা। এরপর উদ্ধার করে সেটিকে স্থানীয় লোকজন পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পিকআপভ্যান থেকে পড়ে গিয়ে জুবায়ের মিয়া (২১) নামের এক তরুণ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই গ্রামের খলিল মিয়ার ছেলে।

জুবায়ের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, ‘জুবায়েরের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।’

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, গতকাল বুধবার রাতে খড়কি গ্রামের আছকির মিয়ার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশী জুবায়েরসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে আসেন। চুরি করা গরুগুলো পিকআপভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন এটি আটক করে। তবে এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যান।

ওসি আরও জানান, জুবায়েরসহ ১৫-২০ জন ওই পিকআপভ্যানটি নিয়ে স্থানীয় ছাতিয়াইন পুলিশ তদন্তকেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় জুবায়ের গাড়ি থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হন। তাৎক্ষণিক মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক