হোম > সারা দেশ > হবিগঞ্জ

মাধবপুরে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু

প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আন্দিউরা ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামের সাদেক মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৩০) ও বুল্লা ইউনিয়নের চানখাবুল্লা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে সাহেদ মিয়া (৪০)। 

সুজন মিয়া অটোরিকশা গ্যারেজের মালিক ও সাহেদ মিয়া অটোরিকশা চালক ছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্যারেজে কয়েকটি অটোরিকশা রাতে চার্জ দেওয়া হয়। আজ সকালে চালক সাহেদ মিয়া অটোরিকশাটি চার্জ থেকে খুলতে গেলে বিদ্যুতায়িত হন। এ সময় গ্যারেজের মালিক সুজন মিয়া তড়িঘড়ি করে সাহেদ মিয়াকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। স্থানীয় এক ব্যক্তি ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আরও কয়েকজন উপস্থিত হয়ে মেইন সুইচ বন্ধ করেন। মুমূর্ষু অবস্থায় তাঁদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। 

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার