নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জোয়াল ভাঙ্গার হাওর থেকে জয়তুন বিবি (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজোর গ্রামের জোয়াল ভাঙ্গার হাওর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জয়তুন বিবি উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।
পুলিশ জানায়-মঙ্গলবার দুপুরে জোয়াল ভাঙ্গার হাওরে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জয়তুন বিবির লাশ উদ্ধার করেন। স্থানীয়দের দাবি, জয়তুন বিবি মানসিক ভারসাম্যহীন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। জয়তুন বিবি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মাজারে মাজারে ঘুরে বেড়াতেন।