হোম > সারা দেশ > হবিগঞ্জ

ছাগলে খেল শিমগাছ, প্রাণ গেল মালিকের

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের লাখাইয়ে ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে ঝগড়ার সময় চাচাতো ভাইয়ের আঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার মুড়িয়াউক গ্রামে গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মহিবুর (৩২) ওই গ্রামের মৃত কবুল হোসেনের ছেলে। আটক তিনজন হলেন একই গ্রামের হুকুম আলীর ছেলে বায়েজিদ, জমসু মিয়ার ছেলে সাদ্দাম ও ধনু মিয়ার স্ত্রী শেফালী আক্তার।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মহিবুরের একটি ছাগল তাঁর চাচাতো ভাই দুদু মিয়ার শিমগাছ খেয়ে ফেলে। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষ মহিবুরের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে নিহতের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ-লাখাই সার্কেল) শহিদুল ইসলাম মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত