হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে ছাগল নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষে আহত ২০, নিহত ১ 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে কবরস্থানে ছাগল আসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন।

আজ বুধবার সকালে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত ব্যক্তির নাম তাজুল ইসলাম (৪০)। তিনি পেশায় কৃষক।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের সোনাহর আলী, মাসুক মিয়া ও মারুফ মিয়ার সঙ্গে কবরস্থান নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের প্রতিবেশী তাজুল ইসলাম ও মো. ফারুক মিয়াসহ তাদের লোকজনের সঙ্গে। আজ বুধবার সকালে সোনাহর আলীর ছাগল কবরস্থানে চলে আসলে তাজুল ইসলাম এর প্রতিবাদ করেন।

এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ফিকল, দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাজুল ইসলামের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ কবরস্থানের মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গ্রামে ৩–৪টি সালিস অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গ্রামের মুরুব্বিরা বসে কবরস্থানটি গ্রামবাসীর বলে সিদ্ধান্ত দেন। কেউ কবরস্থানে গরু-ছাগল না চরানোর জন্য বলা হয়।

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

হবিগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা