হোম > সারা দেশ > হবিগঞ্জ

মাধবপুরে চা-শ্রমিক নেতার মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরের সুরমা চা বাগানের বকুল পানতাতী (৫০) নামের এক চা শ্রমিক নেতা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

মৃত উপজেলার সুরমা চা বাগানের ২০ নম্বর এলাকার নন্দকুমার পানতাতীর ছেলে। তিনি সুরমা চা বাগানের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি ছিলেন।

জানা যায়, আজ সকালে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের কিবরিয়াবাদ নাম স্থানে মোটরসাইকেল থেকে পড়ে যায় বকুল পানতাতী। তিনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। 

এ বিষয়ে সুরমা চা বাগানের চা শ্রমিকেরা বলেন, গত কয়েক দিন ধরে পারিবারিক নানান কারণে দুশ্চিন্তায় ছিলেন তিনি। শারীরিকভাবে কিছুটা অসুস্থও ছিলেন বকুল পানতাতী। 

লস্করপুর ভ্যালি সভাপতি রাবিন্দ্র গৌড় বলেন, সকালে মোটরসাইকেলে করে সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় এক আত্মীয়ের দোকানে যান বকুল পানতাতী। সেখানে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর কিছুটা সুস্থ অনুভব করলে সেখান থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে ফিরছিলেন। এ সময় মোটরসাইকেল থেকে পরে গিয়ে মারা যান তিনি। 

মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, বকুল পানতাতী মোটরসাইকেল চালানো অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নিয়েছেন। তাঁর পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার