হবিগঞ্জের মাধবপুরে বিদ্যুতায়িত হয়ে ফারুক মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩০ মে) বেলা ১১টার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে। ফারুক মিয়া ওই গ্রামের নোয়াব আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য আবিদ মিয়া জানান, ঝড়বাদলে ভেঙে পড়া বৈদ্যুতিক লাইনের একটি খুঁটিতে থাকা তারে জড়িয়ে ফারুক মিয়ার মৃত্যু হয়েছে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. ইউসুফ আলী জানান, ভারী বর্ষণের ফলে শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র থেকে পিয়াইম গ্রামের ওপর দিয়ে নাসিরনগরের দিকে টানানো ৩৩ কেভি বিদ্যুতের লাইনের একটি খুঁটি হেলে অন্য একটি লাইনের ওপর পড়ে যায়। ওই ব্যক্তি পাশেই টিউবওয়েল থেকে পানি আনতে যাওয়ার সময় পা পিছলে গেলে খুঁটিতে থাকা তারে ধরলে বিদ্যুতায়িত হয়ে মারা যান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।