হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে মো. মর্তুজ আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মো. মর্তুজ আলী উপজেলার রতনপুর গ্রামের ইব্রাহিম উল্লার ছেলে। এ ছাড়াও গাদিশাল গ্রামের ফারুক মিয়ার বাড়িতে বজ্রপাতে একটি গাভি ও বাছুর মারা গেছে।
আজ শনিবার (১৭ মে) বেলা ৩টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মর্তুজ আলী গ্রামের পাশে হাওরে ধান কাটতে যান। এ সময় ঝড়বৃষ্টি শুরু হয়। এতে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে। এদিকে ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটিসহ অসংখ্য গাছপালা উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চণ্ডীছড়া নামক স্থানে একটি বিদ্যুতের খুঁটি প্রাইভেট কারের ওপরে পড়ে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য বেঁচে যান গাড়িতে থাকা যাত্রীরা।