হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও কারটি পুড়ে গেছে।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জনতার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা প্রাইভেট কারে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন।
নবীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল মুমিন বলেন, ‘জাতীয় জরুরি সেবা নম্বর থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারের আগুন নেভাই। এ ঘটনায় কেউ আহত হয়নি। আগুনের প্রকৃত কারণ নির্ণয় করা যায়নি।’
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে জানতে পারি ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রাইভেট কারের মালিক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।