হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে নদীতে নিখোঁজ অপর ভাইয়ের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ অপর ভাই জুনাইদ মিয়ার (১০) লাশও উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে স্থানীয় লোকজন নদীতে লাশ ভাসতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। 

এর আগে গতকাল শনিবার দুপুরে উপজেলার আলাপুর আশ্রয়ণে বেড়াতে গিয়ে গোসল করতে নেমে নদীতে তলিয়ে যায় ছোট ওই দুই ভাই। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছোট ভাই মোশাহিদ মিয়ার (৬) লাশ উদ্ধার করে। তারা হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার পুত্র। 

নিহত দুই শিশুর মা মনোয়ারা খাতুন বলেন, তিনি তাঁর দুই ছেলেকে নিয়ে গত শুক্রবার বোনের বাড়ি বেড়াতে আসেন। গতকাল শনিবার দুপুরে দুই ভাই তাদের খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে যায়। খালাতো ভাই বাড়ি এসে জানায় যে তারা দুজন নদীতে তলিয়ে গেছে। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে গেলেও ডুবুরি না থাকায় উদ্ধার কার্যক্রম চালাতে পারেনি। এ সময় স্থানীয় লোকজন নদীতে নেমে একজনের লাশ উদ্ধার করে।

 এ বিষয়ে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক