হোম > সারা দেশ > হবিগঞ্জ

চলন্ত বাসে সন্তান প্রসব, আজীবন ভাড়া ফ্রি

হবিগঞ্জ প্রতিনিধি

আত্মীয়ের বাড়ি থেকে বাসযোগে নিজ বাড়ি ফেরার পথে প্রসব যন্ত্রণা উঠে এক নারীর। পরে ওই বাসেই সন্তান প্রসব করেন তিনি। বিষয়টি নিয়ে হবিগঞ্জ বাস টার্মিনালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো টার্মিনালে বিতরণ করা হয় মিষ্টি। সেই সঙ্গে ওই নারী ও নবজাতকের আজীবন বাসভাড়া ফ্রি ঘোষণা করা হয়। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। 

সন্তান জন্ম দেওয়া নারীর নাম নুননাহার বেগম। তিনি হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী। 

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংক শুভ্র রায় বলেন, ‘ওই নারী মৌলভীবাজার থেকে ‘হবিগঞ্জ-সিলেট বিরতিহীন’ বাসে (সিলেট ব ১১-০১০৬) হবিগঞ্জ ফিরছিলেন। পথিমধ্যে তার প্রসব যন্ত্রণা উঠে। একপর্যায়ে বাসটি হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে পৌঁছালে বাসেই তিনি একটি মেয়ে শিশুর জন্ম দেন।’ 

তিনি বলেন, ‘বিষয়টি জানার পর আমরা মোটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ বাস টার্মিনালে পৌঁছে মিষ্টি বিতরণ করি। সেই সঙ্গে সকল নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে সন্তান জন্ম দেওয়া  মা ও নবজাতকের বাস ভাড়া আজীবনের জন্য ফ্রি ঘোষণা করি।’ 

শংক শুভ্র রায় বলেন, ‘মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। সন্ধ্যার পর তারা নিজ বাড়ি কাশিপুরের উদ্দেশে  বাস টার্মিনাল ত্যাগ করেন।’ 

নবজাতকের বাবা জাহেদুল ইসলাম বলেন, ‘এটি আমাদের প্রথম সন্তান। আমার স্ত্রী প্রথমে কিছু বুঝতে পারেনি। বাসে ওঠার পর তার প্রসব যন্ত্রণা শুরু হয়। তবে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। বাসের যাত্রী ও হেলপারও সহযোগিতা করেছে।’ 

তিনি বলেন, ‘মা ও মেয়ে সুস্থ আছে। আমরা অনেক খুশি। অনেক লোক আমাদের সহযোগিতা করছে আল্লাহ যেন তাদের ভালো করেন।’ 

বাসের যাত্রী আরিফুল ইসলাম বলেন, ‘ওই নারীকে ধন্যবাদ জানাতে হয়। সে অনেক সাহসী। বাসের মধ্যে প্রসব যন্ত্রণা উঠলেও সাহস রেখে ধৈর্য ধরেছে।

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর