হবিগঞ্জের বানিয়াচংয়ের হাওরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আজাদুর রহমান বলেন, আজ সোমবার সকালে বজ্রসহ বৃষ্টিপাত হয়। বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুর গ্রামের পূবের হাওরে ধান কাটছিলেন কালাবাসী দাসের ছেলে দূর্বাসা দাস (৩৫) ও তাঁর ভাইবোন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে দূর্বাসা দাস মারা যান। আহত হন তাঁর ভাই ভূষণ দাস (৩৪) ও বোন সুধন্য দাস (২৮)।
এ ছাড়া বজ্রপাতে বানিয়াচং উপজেলার বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বায়েজিদ মিয়া (১৩) নামের এক শিশু আহত হয়েছেন। আহত তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজাদুর রহমান জানান, নিহত কৃষকের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হবে।