গাজীপুরের শ্রীপুরে প্রয়াত সাবেক মন্ত্রী আইনজীবী রহমত আলীর বাসভবনে তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ির বিদ্যুৎ-সংযোগের তার, শতাধিক ক্রেস্ট, আসবাবপত্র, হাঁড়িপাতিলসহ রান্নার গ্যাস সিলিন্ডারের বোতল নিয়ে যায়।
গতকাল সোমবার দিবাগত রাতে শ্রীপুর পৌর শহরের ‘শ্রীপুর ভবনে’ এ চুরির ঘটনা ঘটে।
বাড়ির মালিক প্রয়াত রহমত আলী স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। একাধারে পাঁচবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।
তাঁর মেয়ে অধ্যাপক রোমানা আলী দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। একই সঙ্গে তাঁর ছেলে আইনজীবী জামিল হাসান দুর্জয় শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি মারা যান।
বাড়ির কেয়ারটেকার মো. দুলাল মিয়া বলেন, ‘গতকাল সোমবার রাত ১টার দিকে বাড়ির সব লাইট জ্বালিয়ে আমার বাসায় চলে যাই। সকাল সাড়ে ৬টার দিকে পুনরায় বাসভবনে এসে দেখি সব লাইট বন্ধ। এরপর দোতলায় গিয়ে দেখি বাড়ির বিদ্যুৎ-সংযোগের তার কেটে নিয়ে গেছে।’
ঘরের ভেতরে ওয়াল কেবিনেটে রাখা শতাধিক ক্রেস্ট নেই। ক্রেস্টের কভারগুলো ভাঙাচোরা মেঝেতে পড়ে রয়েছে। অপর একটি রুমের আসবাবপত্র থালাবাসন, এমনকি পানির জগ-গ্লাসও নিয়ে গেছে। গ্যাস সিলিন্ডারের বোতল নেই। চোরেরা ঘরের সব জিনিসপত্র নিয়ে গেছে এবং বিশেষ করে স্যারের স্মৃতি দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া গুরুত্বপূর্ণ ক্রেস্ট নিয়ে গেছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।