হোম > সারা দেশ > গাজীপুর

সাবেক মন্ত্রীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নিয়ে গেছে শতাধিক ক্রেস্ট-আসবাব

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরে সাবেক মন্ত্রী রহমত আলীর (ইনসেটে) বাড়িতে দুর্ধর্ষ চুরি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে প্রয়াত সাবেক মন্ত্রী আইনজীবী রহমত আলীর বাসভবনে তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ির বিদ্যুৎ-সংযোগের তার, শতাধিক ক্রেস্ট, আসবাবপত্র, হাঁড়িপাতিলসহ রান্নার গ্যাস সিলিন্ডারের বোতল নিয়ে যায়।

গতকাল সোমবার দিবাগত রাতে শ্রীপুর পৌর শহরের ‘শ্রীপুর ভবনে’ এ চুরির ঘটনা ঘটে।

বাড়ির মালিক প্রয়াত রহমত আলী স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। একাধারে পাঁচবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।

তাঁর মেয়ে অধ্যাপক রোমানা আলী দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। একই সঙ্গে তাঁর ছেলে আইনজীবী জামিল হাসান দুর্জয় শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি মারা যান।

গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে দুর্ধর্ষ চুরি। ছবি: আজকের পত্রিকা

বাড়ির কেয়ারটেকার মো. দুলাল মিয়া বলেন, ‘গতকাল সোমবার রাত ১টার দিকে বাড়ির সব লাইট জ্বালিয়ে আমার বাসায় চলে যাই। সকাল সাড়ে ৬টার দিকে পুনরায় বাসভবনে এসে দেখি সব লাইট বন্ধ। এরপর দোতলায় গিয়ে দেখি বাড়ির বিদ্যুৎ-সংযোগের তার কেটে নিয়ে গেছে।’

ঘরের ভেতরে ওয়াল কেবিনেটে রাখা শতাধিক ক্রেস্ট নেই। ক্রেস্টের কভারগুলো ভাঙাচোরা মেঝেতে পড়ে রয়েছে। অপর একটি রুমের আসবাবপত্র থালাবাসন, এমনকি পানির জগ-গ্লাসও নিয়ে গেছে। গ্যাস সিলিন্ডারের বোতল নেই। চোরেরা ঘরের সব জিনিসপত্র নিয়ে গেছে এবং বিশেষ করে স্যারের স্মৃতি দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া গুরুত্বপূর্ণ ক্রেস্ট নিয়ে গেছে।

গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে দুর্ধর্ষ চুরি। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

‎হাদি হত্যার বিচারের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: কুড়িগ্রাম থেকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু