হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১৮ 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের পানিসাইল এলাকায় পরিত্যক্ত টিনের ঘর থেকে জুয়া খেলার সময় ১৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইসমাইল হোসেন (৩৮), মো. হাফিজুর রহমান (৪৮), মো. শামীম হোসেন (৩১), মো. নজরুল ইসলাম (৩৬), সোহাগ মিয়া (৩২), মো. শফিকুল ইসলাম (২৮), শাহাদাত হোসেন (৬০), মো. দেলোয়ার হোসেন (৪৭), মো. আবদুল হালিম (২৮), মো. দেলোয়ার হোসেন (৩৫), মো. কামাল হোসেন (৪১), নুর ইমাম (৩৫), আবদুল করিম (২৭), মো. লাল মিয়া (৩০), মো. রতন মৃধা (৪১), মো. সোহেল (৩৮), লিটন মিয়া (৩২) ও ইউনুস আলী (৩২)। 

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০৮টি তাস, ১১ হাজার ৪৭০ টাকা এবং ৭ বান্ডিল তাসের প্যাকেট জব্দ করা হয়। 

গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে কাশিমপুর থানায় প্রকাশ্য জুয়া খেলা আইনের ৩ ও ৪ ধারায় মামলা রুজু করা হয়। আজ আসামিদের বিজ্ঞ আদালতে হাজির করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

 

স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোন, ‘এসে মেয়ের লাশ নিয়ে যান’

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

‎টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার

টঙ্গীতে পোশাক কারখানার অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ

শ্রীপুরে আগুনে পুড়ল ১০টি বসতঘর, সর্বস্ব হারালেন ভাড়াটিয়ারা

গাজীপুরকে সমন্বিত ও পরিবেশবান্ধব মেগা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হবে: স্থানীয় সরকার সচিব

রিমান্ডে নেওয়ার সময় কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

গাজীপুরে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

শনিবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা স্থগিত