ফেনী জেলা খাদ্য বিভাগের সহায়তায় চালের মূল্য বৃদ্ধি, মজুত সরবরাহ এবং ভাউচার ও মূল্য তালিকা হালনাগাদ বিষয় খতিয়ে দেখতে বাজার মনিটরিং করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ইসলামপুর রোডের বড় চালের পাইকারি আড়তগুলোতে অভিযান চালানো হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, ভোক্তাদের সেবা নিশ্চিতে বাজারের বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এখন থেকে প্রায় সব দোকানে ঠিকঠাক মালামালসহ ন্যায্য দামে চাল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অভিযানে মেসার্স বিসমিল্লাহ রাইচ এজেন্সি মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন খাদ্য পরিদর্শক মাইনুল ইসলাম, জেলা বাজার কর্মকর্তা হারুন অর রশীদ এবং শহর পুলিশ ফাঁড়ির একটি দল।