হোম > সারা দেশ > ফেনী

ছাত্র আন্দোলনে আমাদের ২৩৪ জন শহীদ হয়েছেন: ছাত্রশিবিরের সভাপতি

ফেনী প্রতিনিধি

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘ছাত্র আন্দোলনে আমাদের ২৩৪ জন শহীদ হয়েছেন। গুম হয়েছেন অন্তত ১ হাজার। অনেক ভাই আজও নিখোঁজ। আমাদের সাতজন ভাই কোথায় আছেন, আমরা জানি না।’

আজ বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার তাকিয়া বাজারের ওসমানিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে ফেনী জেলা শিবিরের উদ্যোগে ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘যখন পাঁচ-ছয়জন মিলে আলোচনা করতাম, তখন তা ‘‘জঙ্গি বৈঠক’’ বলে প্রচার করা হতো। অথচ আমরা সমাজ ও আত্মশুদ্ধি নিয়ে আলাপ করতাম। এমনকি কোথাও বসতেও দেওয়া হয়নি আমাদের।’

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, ইসলামী ছাত্রশিবিরকে দীর্ঘদিন ধরে ‘জঙ্গি’, ‘রগকাটা’ বা ‘রাজাকার’ আখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। তবে তিনি দাবি করেন, ইসলামী ছাত্রশিবির একটি নৈতিক, আদর্শিক ছাত্রসংগঠন হিসেবে কাজ করছে।

জাহিদ বলেন, ‘আমাদের এত দিন শত্রু বানিয়ে তোলা হয়েছে। সত্য বলার সাহস থাকলেই জুলুম নামে। যারা ইসলামী চিন্তাকে ভয় পায়, তারাই আমাদের বিপরীতে ষড়যন্ত্র করেছে।’

জাহিদুল ইসলাম বলেন, ‘বিগত সময়ে অনেক ঈদ আমরা পরিবার থেকে দূরে কাটিয়েছি। কেউ কেউ বাবার জানাজায়ও যেতে পারেননি। শুধু ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে প্রশাসনের নজরদারিতে থাকতে হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা শিবির সভাপতি আবু হানিফ হেলাল। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমান।

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল