মালদ্বীপে স্ট্রোক করে মারা গেছেন ফেনীর সোনাগাজী উপজেলার সাতবাড়ীয়ার রেজি ব্যাপারী বাড়ির ছেলে শেখ আবু সায়েদ (২৬)। গত শুক্রবার মালদ্বীপের ম্যাইল নামক স্থানে মারা যান তিনি। ঘটনার দুদিন পর মরদেহ দেশে তাঁর গ্রামের বাড়িতে আনা হয়।
আজ সোমবার সকালে সাতবাড়ীয়া তেহমুনী নতুন জামে মসজিদে জানাজা নামাজ শেষে মরদেহ দাফন করা হয়েছে।
মৃত আবু সায়েদ রেজি ব্যাপারী বাড়ির আব্দুল কাদের ও নুর জাহান বেগমের ছেলে।
মৃতের বাবা আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আবু সায়েদ আমার একমাত্র ছেলে। সে মালদ্বীপের ম্যাইল নামক স্থানে একটি সুপারশপে কাজ করত। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার কাজ থেকে ফিরে ঘুমিয়ে পড়ে। পরদিন শুক্রবার ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে ঘুমাতে থাকলে এবং জুমার নামাজ আদায়ের জন্য সহপাঠীরা ডাকলে আমার ছেলে কোনো সাড়া শব্দ করেনি। পরে সহপাঠীরা তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।’
আব্দুল কাদের আরও বলেন, ‘চিকিৎসক জানিয়েছেন আমার ছেলে স্ট্রোক করেছে। পরে দুদিনের প্রচেষ্টার পর সায়েদের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। আজ সকালে সাতবাড়ীয়া তেহমুনী নতুন জামে মসজিদে জানাজা নামাজ শেষে মরদেহ দাফন করা হয়েছে।’