ফেনীর ছাগলনাইয়ায় হেলমেট না পরাসহ নানা অভিযোগে সাত মোটরসাইকেল চালককে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
জানা যায়, ছাগলনাইয়া উপজেলা পরিষদ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কে আজ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় হেলমেট না পরাসহ নানা অভিযোগে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় সাত মোটরসাইকেল চালককে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সব অনিয়ম ও ভেজাল রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’