হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে জামায়াত নেতার চাঁদা দাবির কল রেকর্ড ফাঁস, বহিষ্কার

ফেনী প্রতিনিধি

জাকির হোসেন। ছবি: সংগৃহীত

মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে চাঁদা দাবির অভিযোগে ফেনীতে জামায়াতের রুকন জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে গত রোববার রাতে বরখাস্ত ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের কাছে ওই জামায়াত নেতার ৩ লাখ টাকা চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড ফাঁস হয়। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সহসভাপতি ইউনুছ রুবেল বলেন, গত ১৪ আগস্ট রাতে আমার এক বন্ধু কুমিল্লা থেকে এসে ফেনীর একটি হোটেলে ওঠেন। সেদিন মধ্যরাতে জামায়াতের নেতা জাকির আকস্মিক হোটেলে গিয়ে তাঁর কাছ থেকে মোবাইল, নগদ অর্থ, মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেন। পরে এ বিষয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এসব কিছুর সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। আপনি হয় তো ভুল শুনেছেন। আমি এ ধরনের কিছু কখনো শুনিনি বা জানিও না।

ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, তাঁর (জাকির) বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই সংগঠন থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল