হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আসাদুজ্জামান মাসুদ (২২) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে শহরের খাজুরিয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। 

মাসুদ জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মোহাম্মদীয়া ভোর বাজারের মৃত নুরুল আলমের ছোট ছেলে এবং ফেনী সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ডের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাসুদ দুপুরে খাজুরিয়া রাস্তার মাথায় মোটরসাইকেল সার্ভিসিং করতে যান। সেখান থেকে দ্রুতগতিতে বের হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় তার মাথায় মারাত্মক আঘাত লেগে মাথার মগজ বের হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচা নিজাম উদ্দিন সুরুজ আজকের পত্রিকাকে বলেন, ‘মাসুদ একদম সুস্থভাবেই মোটরসাইকেল পরিষ্কার করতে গিয়েছিল। তার আকস্মিক চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছি না। পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’ 

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘নিহত শিক্ষার্থীর মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।’

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ