হোম > সারা দেশ > ফেনী

ব্যালট রক্ষায় প্রয়োজনে গুলি করবে পুলিশ: ফেনীর এসপি

ফেনী প্রতিনিধি

ফেনীর পুলিশ সুপার (এসপি) জাকির হাসান বলেছেন, যদি কোনো দুষ্কৃতকারী ব্যালট পেপার ও ভোটের সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এতে যদি প্রিসাইডিং অফিসার নির্দেশনা দেন তাহলে তার ওপর গুলি চালানো হবে। 

আজ বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় ভোটারদের উদ্দেশে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে ফেনীর পুলিশ সুপার এ মন্তব্য করেন। তিনি এ সময় ভোটারদের উদ্দেশে বলেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারবেন।’ 

ভোট নিয়ে বিভিন্ন মহল গুজব ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ‘এ কারণে এবার প্রথম সকাল বেলায় প্রতিটি কেন্দ্রে যাবে ব্যালট পেপার পৌঁছাবে।’ তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচটি বাহিনী মাঠে কাজ করবে। এবার ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে এসে সকলে পছন্দের প্রার্থীকে ভোট দিন।’ 

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ‘ফেনীর তিন আসনে এবার ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা যেন আচরণবিধি মেনে প্রচার প্রচারণা করতে পারেন এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন, সে জন্য আমরা এই উদ্বুদ্ধকরণ সভা করছি।’ 

জেলা তথ্য অফিসার রাশেদুল হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিকা চাকমা, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম প্রমুখ।

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল