হোম > সারা দেশ > ফেনী

নদীতে গরুর চামড়া ফেলার অভিযোগে আটক ১

ফেনী প্রতিনিধি

সিলোনিয়া নদীতে গরুর চামড়া ফেলে দেন শুক্কুর আলী। ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে কোরবানির গরুর চামড়া নদীতে ফেলার অভিযোগে শুক্কুর আলী (৪৩) নামে এক মৌসুমি চামড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের নির্দেশে তাঁকে আটক করা হয়েছে।

শুক্কুর আলী পরশুরামের মালিপাথর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানির দিন বিকেলে শুক্কুর আলী কিছু গরুর চামড়া কিনে বিক্রি করতে না পেরে তা সিলোনিয়া নদীতে ফেলে দেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘৬০০ টাকা দিয়ে চামড়া কিনেছি, এখন বিক্রি করতে পারছি না। তাই নদীতে ফেলে দিচ্ছি।’

এ ব্যাপারে ইউএনও আরিফুর রহমান বলেন, ‘নদীতে চামড়া ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এ ছাড়া ভিডিওটি প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তিও তৈরি হয়েছে।’ এ জন্য শুক্কুর আলীকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।

পরশুরাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে শুক্কুর আলীর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলার প্রস্তুতি নিচ্ছে।

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

ফেনীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

চুরি মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

সোনাগাজীতে শিশুর হাতে বন্দুক—ফেসবুকে ছবি

নিষিদ্ধ সময়েও ব্যস্ত সোনাগাজীর জেলেরা

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ল দোকানে, নিহত ৩