হোম > সারা দেশ > ফেনী

নদীতে গরুর চামড়া ফেলার অভিযোগে আটক ১

ফেনী প্রতিনিধি

সিলোনিয়া নদীতে গরুর চামড়া ফেলে দেন শুক্কুর আলী। ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে কোরবানির গরুর চামড়া নদীতে ফেলার অভিযোগে শুক্কুর আলী (৪৩) নামে এক মৌসুমি চামড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের নির্দেশে তাঁকে আটক করা হয়েছে।

শুক্কুর আলী পরশুরামের মালিপাথর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানির দিন বিকেলে শুক্কুর আলী কিছু গরুর চামড়া কিনে বিক্রি করতে না পেরে তা সিলোনিয়া নদীতে ফেলে দেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘৬০০ টাকা দিয়ে চামড়া কিনেছি, এখন বিক্রি করতে পারছি না। তাই নদীতে ফেলে দিচ্ছি।’

এ ব্যাপারে ইউএনও আরিফুর রহমান বলেন, ‘নদীতে চামড়া ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এ ছাড়া ভিডিওটি প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তিও তৈরি হয়েছে।’ এ জন্য শুক্কুর আলীকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।

পরশুরাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে শুক্কুর আলীর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলার প্রস্তুতি নিচ্ছে।

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ