হোম > সারা দেশ > ফেনী

সতর্কবার্তা বিশ্বাস করছে না সোনাগাজীর মানুষ, আশ্রয়কেন্দ্র ফাঁকা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা বারবার মাইকিং ও অ্যালার্ম বাজিয়ে সতর্কবার্তা দিলেও সোনাগাজীর উপকূলবাসী আশ্রয়কেন্দ্রে আসতে চাইছে না। স্বেচ্ছাসেবকেরা বলছেন, প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এমন কথা তারা বিশ্বাস করছে না। 

আশ্রয়কেন্দ্রের আশপাশে থাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোরা, বুলবুল, আম্ফান ও জাওয়াদ ঘূর্ণিঝড়ের সময়ে সোনাগাজী উপকূলে জরুরি বিপৎসংকেত দেখানো হলেও শেষ পর্যন্ত উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। তখন ১০ নম্বর বিপৎসংকেতের কথা বলার পর গবাদিপশুসহ অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়েছিল। কিন্তু তখন যতটা বলা হয়েছিল, পরিস্থিতি ততটা খারাপ হয়নি। তাই তাঁরা এবার আর কারও কথা বিশ্বাস করছে না! 

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) চরচান্দিয়া ইউনিয়ন টিম লিডার শাখাওয়াত হোসেন জীবন মিয়াজি বলেন, ‘গত কয়েক বছর বিভিন্ন ঘূর্ণিঝড় ও দুর্যোগের সময় সোনাগাজীর উপকূলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সে জন্য মানুষকে এখন যতই বলা হচ্ছে, কেউ আসতে চাইছে না।’ 

উপকূলীয় দক্ষিণ চরচান্দিয়া হামুমাঝিশিয়া, নদীভাঙ্গা, ধান গবেষণা এলাকায় আজ সোমবার সকাল থেকে কাজ করা স্বেচ্ছাসেবক নরুল করিম সাইফুল ও মো. মনোয়ার হোসেন বলেন, জরুরি ভিত্তিতে মাইকিং করে মানুষকে বিপদের কথা জানানো হলেও সন্ধ্যা হয়ে এল, তবু মানুষ আশ্রয়কেন্দ্রে আসছে না। 

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ