ফেনীতে এক হাজার ২৩০ লিটার চোরাই ডিজেলসহ ৪ জনকে আটক করেছে র্যাব। আজ সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় অভিযান চালিয়ে চোরাই ডিজেল বেচাকেনার সময় তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. আহাম্মদ আলী (৩৫), মো. খুরশিদ আলম (৩৮), মো. খুরশিদ আলম (৭০ ও নিজাম উদ্দিন (৬৫)।
র্যাবের ফেনী ক্যাম্প সূত্র জানা গেছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুর এলাকায় চোরাই ডিজেল বেচাকেনা চলছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন সাইজের ১২টি তেলের গ্যালন ও ৪টি ড্রামে ১ হাজার ২৩০ লিটার চোরাই ডিজেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।’
র্যাবের ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী বলেন, ‘গ্রেপ্তার আসামি ও জব্দ করা মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।’