হোম > সারা দেশ > ফেনী

ফেনী-২: আসন সীমানা না জানায় ৩ হাজার জরিমানা গুনলেন মোমবাতির প্রার্থী

ফেনী প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা নূরুল ইসলাম নিজেই জানতেন না তাঁর নির্বাচনী আসনের সীমানা। পোস্টার ও ব্যানারে নিজের আসনের সীমানা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় গতকাল শুক্রবার রাতে তাঁকে তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ফেনী পৌর এলাকার আচরণবিধি সংক্রান্ত দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার ও ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজ্জা এ জরিমানা করেন।

সরেজমিন দেখা যায়, ফেনী-২ আসনটি ফেনী সদর উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। অথচ মাওলানা নূরুল ইসলামের পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ফেনী-২ আসনের সীমানা ফেনী সদরের পরিবর্তে ফেনী সদর ও সোনাগাজীর আংশিক উল্লেখ করা হয়।

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন, পোস্টার, ব্যানার ও ফেস্টুনে বিভ্রান্তকর তথ্য দেওয়ায় ফেনী-২ আসনের মোমবাতি প্রতীকের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা নূরুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এসব পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। 

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ফেনী-২ আসনের প্রার্থী মাওলানা নূরুল ইসলাম বলেন, ‘আসন সম্পর্কে শুরুতে আমার ধারণা ছিল না। আমার দলের ফেনী জেলা সেক্রেটারি কাজী নূরুল আলম সাহেব আমাকে বলেছিলেন ফেনী সদর ও সোনাগাজীর একাংশ নিয়ে সীমানা পরিধি। আমি সে অনুযায়ী পোস্টার, ফেস্টুন ও ব্যানারে সীমানা পরিধি উল্লেখ করেছি। তিনি আমাকে বলেছিলেন এভাবে না লিখলে সোনাগাজীর ভোটাররা কষ্ট পাবে।’

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল