হোম > সারা দেশ > ফেনী

বাসচাপায় অটোরিকশার চালক নিহত, আহত ৪

ফেনী প্রতিনিধি

ফেনী-সোনাগাজী উপজেলা আঞ্চলিক সড়কের গোবিন্দপুর এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক নুরুজ্জামান নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোবিন্দপুর এলাকার চালতাতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার আরও চার যাত্রী আহত হয়েছেন।

নিহত নুরুজ্জামান সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বাগেরহাট এলাকার আবুল কালামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে যাত্রী নিয়ে একটি অটোরিকশা সোনাগাজী থেকে ফেনী সদরে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সামনের চাকা ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। বাসচাপায় অটোরিকশাচালক নুরুজ্জামানসহ পাঁচজন গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুজ্জমানকে মৃত ঘোষণা করেন। এ সময় অন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হলেও আশঙ্কাজনক অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন