হোম > সারা দেশ > ফেনী

চমেক হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক ফেনীতে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া পাঁচ দিন বয়সী এক নবজাতককে ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে ফেনীর পরশুরাম থেকে ওই নবজাতককে উদ্ধারের পাশাপাশি চুরির ঘটনায় জড়িত দুই নারীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানার পুলিশ।

গ্রেপ্তার দুজন সম্পর্কে মা-মেয়ে। তাঁদের বাড়ি ফেনীর পরশুরামে। তাঁরা হলেন খারু আক্তার (৪২) ও তাঁর মেয়ে নাসিমা আক্তার (২৩)।

গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের এনআইসিইউ থেকে নবজাতক চুরি হয় বলে থানায় অভিযোগ করেন তার বাবা মো. নোমান।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, বাবার অভিযোগ পাওয়ার পর হাসপাতালের সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করেন তাঁরা। পাশাপাশি বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে রাতেই ফেনীতে অভিযান চালান। ভোরে নাসিমার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

এর আগে নবজাতকটির বাবা পুলিশের কাছে অভিযোগ করেন, সকাল ৮টার দিকে বাচ্চাটি বিছানাতেই ছিল। বেলা ২টা পর্যন্ত ওয়ার্ডে চিকিৎসকদের রাউন্ড থাকায় কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ২টার পর ওয়ার্ডে গিয়ে বিছানায় বাচ্চা না পেয়ে দায়িত্বরত নার্সদের জিজ্ঞাসা করলে তাঁরা কিছু বলতে পারেননি। পরে বাচ্চাটিকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল