হোম > সারা দেশ > ফেনী

মায়ের করুণ আর্তি, ‘আমার সন্তানের খোঁজ এনে দিন’

ফেনী প্রতিনিধি

ফেনী প্রেসক্লাবে মতবিনিময় সভায় বক্তব্য দেন যুবদলের নেতা মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা। ছবি: আজকের পত্রিকা

‘আমার ছেলে জীবিত না মৃত, তা কেউ বলে না। গুম হয়ে গেছে আজ ১১ বছর। আমি বিচার চাই। অন্তর্বর্তী সরকারের কাছে মিনতি করছি, আমার সন্তানের খোঁজ এনে দিন।’

আজ বৃহস্পতিবার সকালে ফেনী প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধন ও মতবিনিময় সভায় করুণ আর্তি জানিয়ে কথাগুলো বলছিলেন যুবদলের নেতা মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা। আন্তর্জাতিক নির্যাতনবিরোধী সংহতি দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘অধিকার’।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রওশন আরা বলেন, ‘২০১৪ সালের ৪ জানুয়ারি আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে র‌্যাব পরিচয়ে ধরে নিয়ে যায়। থানায় মামলা নিতে চায়নি। আজ ১১ বছর পরও আমি জানি না, আমার ছেলে কোথায়, বেঁচে আছে কি না। আমি চাই, আর কোনো মা যেন আমার মতো সন্তানহারা না হয়। এই অন্তর্বর্তী সরকারকে বলছি, দয়া করে বিচার করুন, আমার ছেলে ফিরিয়ে দিন।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম। সঞ্চালনা করেন অধিকার ফেনী ইউনিটের ফোকাল পারসন নাজমুল হক শামীম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকারকর্মী শেখ আশিকুন্নবী সজিব।

মূল প্রবন্ধে জানানো হয়, ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত শেখ হাসিনা সরকারের সময়ে নির্যাতনের ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮২ জন। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় ২০ জুন পর্যন্ত এই সংখ্যা ১০ জন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাপ্তাহিক আনন্দ তারকার সম্পাদক এম মামুনুর রশিদ, শিক্ষকনেতা মহিউদ্দিন খন্দকার ও লায়ন্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট জাফর উল্লাহ। আরও বক্তব্য দেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ভূঁইয়া, সাংবাদিক ফিরোজ আলম, তারিকুল ইসলাম মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, শিক্ষক মোশারফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুহাইমিন তাজিম ও শাহীন এবং গুম হওয়া রিপনের ভাই শিপু।

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ