হোম > সারা দেশ > ফেনী

আজানরত অবস্থায় বিদ্যুতায়িত হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

মসজিদে আজানরত অবস্থায় বিদ্যুতায়িত হয়ে ফেনীর সোনাগাজীতে সাঈদ উল্যাহ (৫৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার দক্ষিণ চরচান্দিয়া আব্দুর রশিদ হাফিজ বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। 

ধারণা করা হচ্ছে, বজ্রপাতে মাইকের তার ও আইপিএসে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। 

স্থানীয় ইউপি সদস্য এস্কান্দার রকি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সাঈদ উল্যাহ মসজিদের দেখাশোনা করতেন। পাশাপাশি মুয়াজ্জিন না থাকলে আজান দিতেন। ঘটনার আগের দিন গভীর রাত পর্যন্ত মসজিদে এসি লাগানোর কাজ করেছেন। সকালে ব্যক্তিগত কাজ সেরে বাড়িতে আসেন। ওই সময় হচ্ছে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। 

জোহরের আজানের সময় হলে বৃষ্টি উপেক্ষা তিনি মসজিদে যান। সেখানে আজান দিতে মাইকে ফুঁ দেন। এরপর হঠাৎ আজানের শব্দ বন্ধ হয়ে যায় এবং তার চিৎকার শুনে বাড়ির কর্মচারী কাউছার ও গাড়িচালক সারওয়ার হোসেন মসজিদে ছুটে যায়। সেখানে সাঈদ উল্যাহকে পড়ে থাকতে দেখে তারা উপস্থিত মুসল্লিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গাড়িচালক সারওয়ার হোসেন বলেন, ‘দুপুরের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। মসজিদের মাইকে আজানের শব্দ শোনা যায়। হঠাৎ একটা চিৎকার শোনা যায়। আমি দ্রুত মসজিদের দিকে চলে যাই। এ সময় কয়েকজনসহ সাঈদ উল্যাহ সাহেবকে পড়ে থাকতে দেখি এবং হাসপাতালে নিয়ে যাই।’ 

মসজিদের মুয়াজ্জিন ইয়াছিন আরাফাত বলেন, ‘সারা রাত মসজিদের এসির কাজ করে ছিলেন। আমি অনেক সময় আসতে দেরি হলে সাঈদ উল্যাহ সাহেব আজান ও নামাজ পড়াতেন। আজকে অনেক বৃষ্টি হওয়ায় আসতে পারিনি। তিনি আজান দেওয়ার সময় বৈদ্যুতিক সট সার্কিটের মৃত্যু বরণ করেন।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক শাহাদাত হোসাইন বলেন, ‘বৈদ্যুতিক সট সার্কিটে সাঈদ উল্যাহ নামে এক ব্যক্তিকে চিকিৎসার জন্য আনা হয়। কিন্তু তিনি ঘটনাস্থলে মারা যান।’

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন