হোম > সারা দেশ > ফেনী

নাশকতার অভিযোগে ফেনীতে জামায়াতের ১২ জন আটক

ফেনী প্রতিনিধি

ফেনীতে ককটেল ও বিভিন্ন জিহাদি বইসহ জামায়াতে ইসলামের ১২ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফেনী মডেল থানা-পুলিশ।

আজ শনিবার সকালে ফেনী জেলা জামায়াতের কার্যালয়ে থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মোহাম্মদ শফিউল্যাহ (৫৩), মোস্তফা আজিম (৪০), মোহাম্মদ শাহ আলম (৪৮), আবু তাহের (৫৪), আব্দুল মতিন (৪৪), মো. সালাউদ্দিন (৩২), আলমগীর (৪০), জাকির হোসেন (৩৫), আব্দুল মোতালেব (৩৮), মনির হোসেন (৪১), মো. মহিউদ্দিন (৩৪), মো. ইসরাফিল (১৮)। তাদের প্রত্যকের বাড়ি ফেনী জেলায় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ফেনী শহরের শান্তি কোম্পানি এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় নাশকতার পরিকল্পনার সময় পাঁচটি ককটেল ও জিহাদি বইসহ ১২ জনকে আটক করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘আটককৃতরা ওই কার্যালয়ে বসে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে জেলা জামায়াতের আমীর মাস্টার শামসুদ্দীন পুলিশের অভিযোগ প্রত্যাখ্যান করে আজকের পত্রিকাকে বলেন, ‘সেখানে (কার্যালয়ে) শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি অবহিতকরণ সভা ছিল। সেখানে নাশকতার পরিকল্পনা সভার অভিযোগ কাল্পনিক ও বানোয়াট।’

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল