হোম > সারা দেশ > ফেনী

ছেলেকে জোর করে মাদ্রাসায় রেখে যান মা, পরদিন মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনীর পুলিশ লাইনস এলাকার মিছবাহুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইসরাফিল হোসেন ইফাতের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে মাদ্রাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, মাদ্রাসার ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

ইফাত কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথ ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের ওমান প্রবাসী মো. ইয়াসিনের ছেলে। 

এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. ইউনুছ জানান, গত ৫ দিন আগে ইফাত মাদ্রাসা থেকে চলে গেলে গতকাল শুক্রবার বিকেলে তার মা জোর করে মাদ্রাসায় রেখে যান। তার নিরাপত্তার কথা চিন্তা করে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে রাখতে অস্বীকৃতি জানালেও তাকে রেখে যাওয়া হয়। একপর্যায়ে ভোরে পড়ার সময় তাকে ক্লাসে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করা হয়। এর কিছুক্ষণ পর বাড়ির মালিক হাজি রিয়াজ উদ্দিন খবর দেন একজন ছাত্রের মরদেহ ভবনের পাশে রাস্তায় পড়ে আছে। পরে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ইফাতের সহপাঠী মোবারক হোসেন বলছে, জামা আনতে যাওয়ার কথা বলে তাকে রাত ৩.৫৫ মিনিটে সিঁড়ি দিয়ে ছাদের দিকে ডেকে নিয়ে যায় ইফাত। কিন্তু অন্ধকার হওয়ায় সে আর ছাদে না গিয়ে ৫ তলা থেকে রুমে চলে আসে। পরে ঘটনাটি জানতে পারে সে। 

এ বিষয়ে ফেনী মডেল থানার উপপরিদর্শক মো. ইফরান খান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ভাঙা বালতি জব্দ করা হয়েছে।’ 

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ