হোম > সারা দেশ > ফেনী

বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন, কিশোরীর মাকে ৬ মাসের জেল 

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনী পরশুরামে ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে কিশোরীর মাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর সঙ্গে পার্শ্ববর্তী ইউনিয়নের চন্দনা উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ কাইয়ুমের ছেলে শহীদের আজ বিয়ে ঠিক হয়। এদিকে বাল্যবিয়ে হচ্ছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে বন্ধ করা হয়। এ ঘটনায় কিশোরী বাবা বিদেশ থাকায় বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী তাঁকে ছয় মাসের জেল দেওয়া হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা জানান, বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়ের মাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ছেলের বাবা পলাতক রয়েছেন। ছেলের বাবা একটি বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। তাঁদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

ফেনীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

চুরি মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

সোনাগাজীতে শিশুর হাতে বন্দুক—ফেসবুকে ছবি