ঢাকা: ফেনী থেকে ভুল করে উত্তরায় চলে আসা আরজিনা আক্তার সাথী (১১) নামের এক প্রতিবন্ধী শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। উত্তরার আবদুল্লাহপুরে গতকাল সোমবার সকালে এক মেয়েকে ভবঘুরে অবস্থায় দেখতে পায় লোকজন। তার কথাবার্তা অস্বাভাবিক মনে হলে লোকজন তাকে উত্তরা পূর্ব থানা-পুলিশের হেফাজতে তুলে দেয়। ওই দিন রাতেই পুলিশ তার বাড়ির সন্ধান বের করে। পরে সোমবার রাতে ফেনী জেলার ছাগলনাইয়া থেকে এসে বাবা মুনসুর আলী মেয়েকে নিয়ে যায়।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার পরিদর্শক নুর আলম মাসুম সিদ্দিকী বলেন, লোকজন থানায় মেয়েটিকে দিয়ে যায়। কিন্তু সে তার নিজের নাম, বাবা-মা ও ঠিকানা কিছুই বলতে পারছিল না। পরবর্তী সময়ে মেয়েটির ছবি তুলে সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া হয়। পোস্ট করা হয় ফেনী জেলার একটি ফেসবুক গ্রুপেও। পরবর্তী সময়ে তার স্বজনরা দেখতে পেয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং মেয়েকে নিয়ে যায়। তিনি আরও বলেন, মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী। আর সে কারণেই ভুল করে ঢাকায় চলে এসেছিল।