হোম > সারা দেশ > ফেনী

পরীক্ষা দিতে এসে ফেনীতে ছাত্রলীগ নেতা আটক

ফেনী প্রতিনিধি

ফেনীতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক। ছবি: আজকের পত্রিকা

পরীক্ষা দিতে এসে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে আটক হয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। এরপর তাঁকে থানা-পুলিশে সোপর্দ করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। আজ রোববার ইনস্টিটিউট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ফেনী মডেল থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আটক শিক্ষার্থীর নাম আবদুল্লাহ আল নোবেল। তিনি শহরের রামপুর এলাকার বাসিন্দা এবং পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, নোবেল ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আজ দুপুরে ইনস্টিটিউটে পরীক্ষা দিতে এলে তাঁকে আটক করেন ছাত্র প্রতিনিধিরা। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।

ছাত্র প্রতিনিধি সালাউদ্দিন বলেন, আটক নোবেল গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে হামলায় অংশ নিয়েছিলেন। সেদিনের হামলার বিভিন্ন ছবি-ভিডিওতে তাঁর উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া এত দিন তিনি ক্লাসে আসেনি। আজ পরীক্ষার সুবাদে ক্যাম্পাসে এলে শিক্ষার্থীরা তাঁকে আটক করেন।’

পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, ছাত্র প্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

ফেনীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু