হোম > সারা দেশ > ফেনী

আইনি বাধ্যবাধকতা থাকায় রাজাকারের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ফেনী প্রতিনিধি

আইনি বাধ্যবাধকতা থাকায় সরকার রাজাকারের তালিকা প্রকাশ করতে পারেনি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

আজ শুক্রবার ফেনীর দাগনভূঞার রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার নবম আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ‘আইনি বাধ্যবাধকতা থাকায় রাজাকারের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। ইতিমধ্যে তালিকা প্রণয়নের কমিটি করা হয়েছে। নীতিমালা সংসদে পাস হলেই তালিকাটি প্রকাশ করা হবে।’ 

এ সময় তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শেষ। এখন আপিলের শুনানি চলছে। তালিকা নামভুক্ত করতে অনৈতিক সুবিধা গ্রহণের কোনো অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া ভাতা গ্রহণকারী ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির ব্যবস্থা না হলেও ভাতা ফেরত নেওয়া হবে।’ 

রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার মুহতামিম ও লন্ডন এনটিভির ইসলামিক উপস্থাপক মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাহবুব হোসেন, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার দ্বিন মোহাম্মদ, আন্তর্জাতিক ক্বেরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব সাইফুল্লাহ মাদানী, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তালিয়া প্রমুখ। 

শুক্রবার দুপুরে মাদ্রাসাসংলগ্ন মাঠে জুমার নামাজে অংশ নেন ৫০ হাজারের বেশি মুসল্লি। এ জুমার নামাজ পড়ান মক্কা শরিফের রেফায়ী মসজিদের খতিব মতাসিম বিল্লাহ রা’ফাত।

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ