হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ 

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কাজীর দীঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

মহাসড়ক পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতে চট্টগ্রাম থেকে বাসার মালামাল নিয়ে পিকআপ ভ্যানে করে কুমিল্লায় যাচ্ছিলেন শিমুল (২৯) ও তাঁর স্ত্রী ইয়াসমিন (২১) ৷ এ সময় মহাসড়কের ফেনীর কাজীর দীঘি এলাকায় এসে পৌঁছালে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি মালবাহী লরির পেছনে ধাক্কা দেয় মালামাল বহনকারী পিকআপ ভ্যানটি। এতে দুমড়ে-মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলে মৃত্যু হয় স্বামী-স্ত্রীর। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান পিকআপচালক আবু সাঈদ (৩৬)। 

নিহত স্বামী-স্ত্রী কুমিল্লার রামকৃষ্ণপুরের সোয়ারামপুরের বাসিন্দা ৷ চালক কুমিল্লার চান্দিনা এলাকার আবদুল বারেকের ছেলে। আহত দুজন হলেন পিকআপ ভ্যানের হেল্পার সাগর (২২) ও নিহত শিমুলের বাবা দেলোয়ার হোসেন (৬৫)।  

ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। দুজন গুরুতর আহত হয়েছেন। মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ফেনীর লিডার উজ্জ্বল বড়ুয়া জানান, রাত ২টার দিকে খবর পায় ফায়ার সার্ভিস। সোয়া ২টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বলেন, দুর্ঘটনাস্থলেই শিমুল ও তাঁর স্ত্রী ইয়াসমিন মারা যান। পিকআপ ভ্যানের চালক আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল