হোম > সারা দেশ > ফেনী

ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিস ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১ 

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুর মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার মামলার পর উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রাম থেকে রাকিবুল হাসান শুভ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। 

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত বেশ কিছুদিন ধরে ছাগলনাইয়া পৌর শহরসহ পুরো উপজেলায় ভয়াবহ লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বাসা বাড়ি ও মসজিদে পানির সংকট দেখা দেয়। ইফতার, তারাবি, সাহরি ও নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পড়েন এলাকাবাসী। কিন্তু সংশ্লিষ্ট বিভাগের এ নিয়ে কোনো উদ্যোগ না নেওয়া ক্ষিপ্ত হন এলাকাবাসী। 

এরই প্রেক্ষিতে গত রোববার রাত পৌনে ৮টা দিকে মিছিল নিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালান এলাকাবাসী। পরে ভয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান। পরে ছাগলনাইয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে জনগণ ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে অবস্থান নিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে লোকজন সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

এই ঘটনায় ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম বাদী হয়ে গতকাল সোমবার অজ্ঞাতনামা চার শ জনকে আসামি করে মামলা করেন। 

ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় বলেন, ‘এ হামলার ঘটনায় অজ্ঞাতনামা চার শ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর থেকে আসামিদের চিহ্নিত করা ও গ্রেপ্তার করার অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল