ফেনী মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ মো. রুবেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে শহরের শাহীন একাডেমি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রুবেল ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাহার মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শহরের শাহীন একাডেমি এলাকায় অস্ত্র বিক্রি করতে যায় রুবেল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৫ আগস্ট থানায় অগ্নিসংযোগ-ভাঙচুরের সময় গ্রেপ্তার আসামি এ অস্ত্র লুট করে নিয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।’