হোম > সারা দেশ > ফেনী

অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই, বের হলো ৭ মাস পর

ফেনী প্রতিনিধি

ফেনীর আল-কেমী হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

ফেনীতে অস্ত্রোপচারের মাধ্যমে এক রোগীর পেট থেকে প্রায় এক কেজি গজ বের করা হয়েছে। গতকাল বুধবার (২৭ আগস্ট) রাতে ফেনীর জেড ইউ মডেল হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়। রোগীর স্বজনদের অভিযোগ, সাত মাস আগে ফেনীর আল-কেমী হাসপাতালে অস্ত্রোপচারে সন্তান জন্মের সময় রোগীর পেটে গজ রেখেই সেলাই করে দেওয়া হয়েছে। গতকাল দ্বিতীয় অস্ত্রোপচার করে এই গজ বের করা হয়।

ভুক্তভোগী রোগীর নাম ফরিদা ইয়াসমিন (৪০)। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর এলাকার প্রবাসী মহিউদ্দিনের স্ত্রী।

পরিবার জানায়, গত ৩ ফেব্রুয়ারি ফেনী আল-কেমী হাসপাতালে ভর্তি হন ফরিদা ইয়াসমিন। সেদিন হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ও সার্জন তাসলিমা আকতার তাঁর অস্ত্রোপচার করেন। চার দিন পর তাঁকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়। বাড়ি ফেরার পর থেকেই ফরিদা ইয়াসমিন বিভিন্ন জটিলতায় ভুগতে থাকেন। ব্যথা কমছিল না বলে তিনি একাধিকবার ডা. তাসলিমা আকতারকে দেখান। তবে তিনি সব সময় এটিকে ‘অস্ত্রোপচারজনিত ব্যথা’ বলে ব্যথানাশক ওষুধ দিতেন। অবশেষে দীর্ঘদিনেও সুস্থ না হওয়ায় এক সপ্তাহ আগে ফরিদা ইয়াসমিন অন্য হাসপাতালে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর পেটে অস্বাভাবিক কিছু ধরা পড়ে। গতকাল রাতে তাঁর অস্ত্রোপচার হয়। এ সময় পেট থেকে প্রায় এক কেজি ওজনের এক ফুট লম্বা গজ বের করা হয়।

ভুক্তভোগীর ভাই মোহাম্মদ শাহ ফয়সাল বলেন, ‘আমার বোন সাত মাস ভোগান্তিতে কাটিয়েছে। আমরা সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। শিগগিরই থানায় এজাহার দায়ের করব। আমরা ন্যায়বিচার চাই।’

অভিযোগ প্রসঙ্গে জানতে ডা. তাসলিমা আকতারকে একাধিকবার ফোন করা হলেও তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়।

ফেনী আল-কেমী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আমরা অভ্যন্তরীণভাবে বসে আলোচনা করব। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ফেনীর সিভিল সার্জন মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের অভিযোগের পর আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

ফেনী পৌরসভা: সরকারি জৈব সার উৎপাদন কেন্দ্র বন্ধ, মালামাল চুরি