‘শিক্ষা ও ছাত্রলীগ একসাথে চলবে না’, ‘রাষ্ট্র সংস্কার চাই’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি’ এমন প্রতিবাদী স্লোগান–গ্রাফিতি ও দেয়াল লিখন ফেনীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রতিবাদে আজ রোববার ফেনীতে গ্রাফিতি ও দেয়াল লিখনের এ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি, গুম হওয়া শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া এবং দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি ঘোষণা করে।
ফেনীতে দুপুর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরের ইসলামপুর রোড, তাকিয়া রোড ও পশ্চিম উকিল পাড়া এলাকার বিভিন্ন দেয়ালে প্রতিবাদ স্লোগান লেখেন।
স্নেহা নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘কোটা আন্দোলন ঘিরে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। প্রতিবাদ হিসেবে আজকে আমরা গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করেছি।’