হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে দোকানে চুরি হওয়া ১১ ভরি স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৬

ফেনী প্রতিনিধি

ফেনীর ফাজিলপুর বাজারের আলাদিন জুয়েলার্স থেকে চুরি হওয়া ১১ ভরি স্বর্ণালংকার এবং ১ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলেন পুলিশ সুপার বলেন, গত ১১ জানুয়ারি ফেনীর ফাজিলপুর বাজারের আলাদিন জুয়েলার্সের মালিক আলাউদ্দিন দুপুরে দোকান বন্ধ করে বাড়ি গেলে পরে বেলা ৩টার দিকে ফিরে দেখতে পান দোকানের একটি শাটার খোলা। ভেতরে গিয়ে দেখেন ৭৫ ভরি স্বর্ণালংকার ও ক্যাশ ভেঙে ৩০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে খবর দিলে পুলিশ গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করা হয়। 

তাঁরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার মুকসাইর গ্রামের মো. আলাউদ্দিন (৩০), চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পীরখাইন গ্রামের মো. ফরহাদ (৩৯), চট্টগ্রামের বাকলিয়া উপজেলার কালামিয়া বাজার গ্রামের মো. বাদশা চৌধুরী (২৩), কুমিল্লার হোমনা উপজেলার কামাল্লা কিপারামপুর গ্রামের মো. সজীব প্রকাশ সুমন প্রকাশ শুক্কুর (২৬), একই জেলার মুরাদনগর উপজেলার মোল্লাপাড়া গ্রামের মো. মিজান (২৮) ও একই জেলার দেবীদ্বার উপজেলার পান্নারপুল গ্রামের মো. শফিক প্রকাশ সোহেল প্রকাশ দাঁতলা শফিক (৩২)। 

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে তিন থেকে ১৩টি পর্যন্ত মামলা হয়েছে। ওই ঘটনায় ১২ জন স্বর্ণচোর সদস্য জড়িত ছিল। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের পর তাঁদের কাছ থেকে ১১ ভরি ৪ আনা সোনা এবং ১ লাখ ৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শতাধিক কর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

ফেনীতে শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওটির পাশেই রান্না-খাওয়া: তিন সদস্যের তদন্ত কমিটি ফেনী হাসপাতালের

ফেনী হাসপাতাল: ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা

ভোটে শঙ্কা ভারতীয় নেটওয়ার্ক

ভাশুরকে ফাঁসাতে ‘ধর্ষণ’ মামলা, স্বামী-স্ত্রীর কারাদণ্ড

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা নিয়ে প্রশ্ন

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

ফেনীর গর্ব খালেদার মৃত্যুতে শোকে আচ্ছন্ন জনপদ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল