হোম > সারা দেশ > ফেনী

নিখোঁজের রহস্য উদ্ঘাটন না হলেও ৯ বছর পর সব আসামি খালাস

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক জয়নাল আবেদীনকে অপহরণ করে হত্যার পর লাশ গুমের অভিযোগের মামলায় অভিযুক্ত সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুননেছা আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। এ সময় ওই ৬ আসামির মধ্যে দুলাল, দেলোয়ার হোসেন লিটন, সিরাজুল ইসলাম মাস্টারসহ ৫ জনই আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৭ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে পাতাইল্লা বেড়িবাঁধে চা দোকান থেকে নিখোঁজ হন উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব চর চান্দিয়া গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীন। ১২ জানুয়ারি বড় ফেনী নদীর তীরে জয়নালের পরনে থাকা জ্যাকেট পাওয়া যায়। তিনি ওই এলাকার কাশেম আলী সারেং বাড়ির মুক্তিযোদ্ধা ছেরাজুল হকে ছেলে। এ ঘটনায় ওই বছরের ১৮ জানুয়ারি ছেরাজুল হক ৪ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মো. আমির হোসেন ৬ জনকে অভিযুক্ত করে ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ২৪ নভেম্বর অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহম্মদ বলেন, এই রায়ে নজির স্থাপন হয়েছে। 

আসামিপক্ষের আইনজীবী এম শাহজাহান সাজু বলেন, আমাদের আদালতের প্রতি আস্থা রয়েছে। বিচারক মামলা পর্যবেক্ষণ করে সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। আমরা রায় পেয়ে সন্তুষ্ট।

কিছু রাজনৈতিক দল বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

বৈষম্যবিরোধী আন্দোলনে টমটমচালককে হত্যা: নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেললাইনের পাশে সেরেস্তাদারের ঝুলন্ত লাশ

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

হাদি হত্যা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফেনীতে বিক্ষোভ

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ