হোম > সারা দেশ > ফেনী

ছাত্রলীগ নেতার গ্রেপ্তারের খবরে থানায় গিয়ে বাবার মৃত্যু

ফেনী প্রতিনিধি

আলী আকবর। ছবি: সংগৃহীত

ছেলেকে গ্রেপ্তার করেছে খবর শুনে বাবা আলী আকবর থানায় ছুটে যান। হাজতখানায় ছেলেকে দেখে মুহূর্তেই স্ট্রোক করেন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শর্তসাপেক্ষে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে গতকাল বুধবার (২ জুলাই) রাতে ফেনী সদর মডেল থানায়।

জানা যায়, গতকাল বিকেলে শহরের শর্শদী স্কুলের সামনে থেকে আলী হোসেন ফাহাদ (২০) নামের একজনকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে মডেল থানায় হস্তান্তর করে। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন শর্শদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তারের খবর শুনে তাঁর বাবা আলী আকবর থানায় ছুটে যান।

থানার ভেতরে ছেলেকে আটক অবস্থায় দেখে মুহূর্তেই স্ট্রোক করেন তিনি। পরে তাঁকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলী আকবরের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

পরিবারের দাবি, ফাহাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তবুও তাঁকে অকারণে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা আজকের পত্রিকাকে বলেন, ‘মডেল থানার অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ফাহাদ সরাসরি কোনো মামলার এজাহারভুক্ত আসামি না হলেও সন্দিগ্ধ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। বাবার মৃত্যুর বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করে শর্তসাপেক্ষে তাঁকে আত্মীয়স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

ফেনীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

চুরি মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

সোনাগাজীতে শিশুর হাতে বন্দুক—ফেসবুকে ছবি