ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঈদ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে ফেনী জেলা শাখার আয়োজনে বগাদানা ইউনিয়নের ওসমানিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
ফেনী জেলা শাখার সভাপতি আবু হানিফ হেলালের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হান্নান, সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মোস্তফা, সহসেক্রেটারি বেলায়েত হোসেন এবং শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
এ ছাড়া সমাবেশে বক্তব্য দেন শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক খালেদ মাহমুদ এবং সাবেক এইচআরডি সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।