হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে অজ্ঞাত স্থানে মুখ ঢেকে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ফেনী প্রতিনিধি

ফেনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: সংগৃহীত

ফেনীতে অজ্ঞাত স্থান থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথমবারের মতো জেলা ছাত্রলীগের ব্যানারে কোনো আয়োজন করতে দেখা গেছে।

গতকাল শুক্রবার মধ্যরাত থেকে ফেসবুকে ছাত্রলীগের নানা কর্মসূচির বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত স্থানে এ মিছিলে ১০-১৫ জন যুবক অংশ নেন। তাঁদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। এ সময় ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শুভ শুভ শুভ দিন, ছাত্রলীগের জন্মদিন’, ‘লাল-সবুজের পতাকায়, মুজিব তোমায় দেখা যায়’, ‘ভয় করি না মরণে, মুজিব তোমায় স্মরণে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’—এমন নানা স্লোগান দেন তাঁরা।

ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত এই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোমবাতি প্রজ্বলন, পুষ্পস্তবক অর্পণ ও ফেনী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন স্থানে পোস্টার লাগাতেও দেখা গেছে।

এ ব্যাপারে ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহাইমিন তাজিম বলেন, ‘একটি নিষিদ্ধ সংগঠনের এভাবে মিছিল করার মাধ্যমে প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।’

ফেনীতে ইজতেমা ময়দানে জুমার নামাজে হাজারো মানুষের ঢল

ফেনীতে থানার পাশে দীঘিতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ফেনীতে ব্যাংক হিসাব থেকে গ্রাহকের ১৯ লাখ টাকা উধাও, গেটে তালা-মানববন্ধন

ভাতিজাদের হামলায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

তদন্ত করতে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসে আগুন

ফেনীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

চুরি মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

সোনাগাজীতে শিশুর হাতে বন্দুক—ফেসবুকে ছবি